মেয়র আইভীর সম্মাননা পেলেন ২৩ চিকিৎসক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:২৩ এএম, ০১ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাজেদা হাসপাতালে করোনাকালে চিকিৎসা দেয়া ২৩ চিকিৎসকসহ ১০৫ জন কর্মকর্তাকে সম্মাননা স্মারক দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পবিার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় সাজেদা হাসপাতালে তিনি এ সম্মাননা স্মারক দেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী বলেন, যারা লোভ-লালসার উর্ধ্বে এসে করোনায় মানবসেবা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একজন রোগীকে মানসিকভাবে সুস্থ ও তাজা করা ডাক্তারদের কাজ।

তিনি আরো বলেন, একদিকে করোনায় আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে কিছু অসাধু লোক রাতারাতি বড়লোক হতে চায়। এ ধরনের অসাধু মানুষদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ, পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল পাল, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, সাজেদা হাসপাতালের পরিচালক ডা. তরীকুল ইসলাম, ক্লিনিক্যাল ইনচার্জ ডা. ইউশা ইবনে নকিব প্রমুখ।

এস কে শাওন/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।