সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় ক্যান্সার আক্রান্ত নুরী
পড়াশোনা শেষ করে ভ্যানচালক বাবার পরিবারের হাল ধরার স্বপ্ন দেখেছিল লালমনিরহাটের নুসরাত জাহান নুরী। কিন্ত তার সেই স্বপ্ন এখন দুঃস্বপ্ন। বেঁচে থাকাটাই যেন এখন তার বড় স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। দুরারোগ্য ব্যাধি স্কিন ক্যান্সারে আক্রান্ত নুরীকে বাঁচাতে প্রতি মাসে প্রয়োজন দেড় লাখেরও বেশি টাকা।
লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এই ছাত্রীর শারীরিক অবস্থা দিনদিন অবনতি হচ্ছে। কিন্তু অর্থাভাবে আটকে আছে চিকিৎসা। দরিদ্র বাবা-মা মেয়ের চিকিৎসা করাতে না পেরে হতাশায় দিন কাটাচ্ছেন।
স্কিন ক্যান্সারে আক্রান্ত নুরীর বাড়ি হাতীবান্ধা উপজেলার সিংগীমারি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া গ্রামে। তার বাবা নুরুজ্জামান পেশায় একজন ভ্যানচালক। মা রাশেদা বেগম গৃহিণী। এই দম্পতির এক মেয়ে ও এক ছেলের মধ্যে নুরী বড়। বাড়ি ভিটে মাত্র চার শতক জমিই তাদের একমাত্র সম্বল।

জানা গেছে, তিন বছর আগে হঠাৎ শরীরের বিভিন্ন জায়গায় দাগ দেখা দেয় নুরীর। এরপর চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়ে কিছুদিন সুস্থও ছিল সে। কিন্ত এক পর্যায়ে সেই দাগ আবার বাড়তে থাকে। পরে রংপুর ও ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষার করে নুরীর শরীরে স্কিন ক্যান্সার ধরা পড়ে। ভ্যানচালক বাবা তার চিকিৎসা করাতে গিয়ে এখন নিঃস্ব। এই অবস্থায় পরিবারটির পক্ষে আর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও বাত রোগ বিশেষজ্ঞ ডা. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, নুরীকে বাঁচাতে হলে প্রতি মাসে চারটি ইনজেকশনের প্রয়োজন যার প্রতিটির মুল্য ৪০ হাজার টাকা। এ হিসেবে মাসে লাগবে ১ লাখ ৬০ হাজার টাকা। কিন্তু ভ্যানচালক বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই মেয়েকে বাঁচাতে সরকারসহ বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন নুরীর বাবা।
নুসরাত জাহান নুরী বলে, আমি খুবই অসুস্থ। আমার চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন। তাই আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমি সুস্থ হতে পারব। সুস্থ হয়ে যেন আবার পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন।

নুরীর বাবা নুরুজ্জামান বলেন, টাকা-পয়সার অভাকে মেয়ের চিকিৎসা করাতে পারছি না। কেউ যদি অর্থ দিয়ে সাহায্য করেন তাহলে আমার মেয়ের চিকিৎসা করাতে পারব।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার সিংঙ্গীমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, ভ্যানচালক নুরুজ্জামানের মেয়ে স্কিন ক্যান্সারে আক্রান্ত। সমাজের বিত্তবানরা সাহায্যের হাত বাড়ালে তার চিকিৎসা সম্ভব।
সাহায্য পাঠাতে যোগাযোগ- নুসরাত জাহান নুরীর মা রাশেদা বেগমের মোবাইল ফোন নম্বর : ০১৭২৭-৮২৯৬৯৯ ও বিকাশ নম্বর : ০১৭৮০-৬৯২৬০৯
মো. রবিউল হাসান/এমআরআর/জেআইএম