সোনারগাঁয়ে ইলেকট্রনিক্স কারখানায় ভয়াবহ আগুন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:২৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২১
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কনকা ইলেকট্রনিক্স নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

রোববার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার পুরান টিপুরদী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরই হঠাৎ করে আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছি। তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে চলছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

মীর আব্দুল আলীম/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।