নারায়ণগঞ্জে দাফন কাজে জড়িত ৪৫ করোনা যোদ্ধাকে সম্মাননা
নারায়ণগঞ্জে করোনাভাইরাসের প্রথম ঢেউ চলাকালে দাফন-কাফনে জড়িত চার টিমের ৪৫ জন করোনা যোদ্ধাকে সম্মাননা দিয়েছেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। রোববার (৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রত্যকের হাতে সম্মাননা হিসেবে চেক তুলে দেন তিনি।
নারায়ণগঞ্জ সদর উপজলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের সভাপতিত্বে উপজেলায় করোনা আক্রান্ত মরদেহের দাফন-কাফনে সম্পৃক্ত কমিটির সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ জাকির হোসাইন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, করোনার প্রথম ঢেউয়ের সময় নারায়ণগঞ্জ সদর উপজেলায় অনেক নারী-পুরুষ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ওই সময় সকলের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। কোনো বাড়িতে কারো স্বাভাবিক মৃত্যু হলেও আশপাশের লোকজন পালিয়ে যেত। মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনকেও পাওয়া যেত না। ওই সময় ইউএনও নাহিদা বারিক দাফন টিমের সদস্যদের সার্বিক সহযোগিতায় সরাসরি মৃতদেহের দাফন-কাফন সম্পন্ন করেছেন। সাহসের সঙ্গে তারা এই কাজ করেছেন। এজন্য বক্তারা ইউএনও নাহিদা বারিককেও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ হোসেন, ফতুল্লা দাফন কমিটি, সস্তাপুর দাফন কমিটি, দেলপাড়া টিম মোস্তফা-১৯ দাফন কমিটি, সদর সিটি দাফন কমিটিসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহাদাত হোসেন/এআরএ/জেআইএম