বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১১:২৮ এএম, ০৫ জানুয়ারি ২০২১

চাঁদপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) সকালে প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ও কালিবাড়ী শপথ চত্বর হয়ে পুনরায় প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

jagonews24

র‍্যালি শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটোয়ারীসহ সাংবাদিকরা।

অধ্যাপক মোহাম্মদ হোসেন খান বলেন, ১৯৭০ সালে মাত্র ১৫৫ টাকা মূলধন নিয়ে চাঁদপুর প্রেস ক্লাবের যাত্রা শুরু। বর্তমানে চাঁদপুর প্রেস ক্লাব একটি কমপ্লেক্সে রূপান্তর হয়েছে। যারা এই প্রেস ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে মেধা, অর্থ ও শ্রম দিয়ে এগিয়ে এনেছেন, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এ সময় বর্তমানে যারা প্রেস ক্লাব পরিচালনার দায়িত্বে আছেন তাদের সফলতা কামনা করেন তিনি।

jagonews24

এ সময় আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাবের উন্নয়ন কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটোয়ারী।

প্রতিষ্ঠাকালীন সদস্য শংকর চন্দ্র দে, সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার ও গোলাম কিবরিয়া জীবনসহ অন্য নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

jagonews24

মধ্যাহ্নভোজ শেষে সাংবাদিক সমাবেশ এবং মূল আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, শুধু নেতিবাচক সংবাদ নয়, সাংবাদিকদের উচিত ইতিবাচক বিষয়গুলো সবার সামনে তুলে ধরা। সমাজের প্রান্তিক পর্যায়ের অনেক মানুষ সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছেন। সাংবাদিকরা যদি এ মহৎ কাজ সবার সামনে তুলে ধরে, তাহলে অনেকেই সমাজ ও মানবতার উন্নয়নে এগিয়ে আসতে আগ্রহী হবেন।

jagonews24

আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের প্রফেসর মফিজুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ঢাকা পোস্ট এর সম্পাদক মহিউদ্দিন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে করোনা মহামারিতে অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ২২ জনকে সম্মাননা স্মারক ক্রেস্ট, মেডেল এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

নজরুল ইসলাম আতিক/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।