ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ০৭ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি দোকানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে রফিকুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে ফতুল্লার জেলা পরিষদ কার্যালয়ের বিপরীত পাশের একটি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পরিষদের বিপরীত পাশে অবস্থিত ড্রিম হাউস নামে সাততলা ভবনের নিচতলার ওই দোকানটিতে রফিকুল ইসলাম অগ্নিনির্বাপণ যন্ত্র তৈরির পাশাপাশি সিএনজিচালিত থ্রি-হুইলার ও মোটরগাড়ির গ্যাস সিলিন্ডারে রিফিলিংয়ের কাজ করতেন। দুপুরে কাজ করার সময় গ্যাসের একটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা।

ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গ্যাস সিলিন্ডারে কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে রফিকুল ইসলাম নামের একজন শ্রমিক মারা যান। নিহত রফিকুলের বিস্তারিত জানার চেষ্টা চলছে। আর ঘটনার তদন্ত করা হচ্ছে।

মো. শাহাদাত হোসেন/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।