শীতার্তদের বাড়িতে কম্বল পৌঁছে দিচ্ছেন এমপি-ইউএনও

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২১

শ্রীপুরে শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বল পৌঁছে দিচ্ছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ ও ইউএনও তাসলিমা মোস্তারী।

বুধবার (৬ জানুয়ারি) রাতে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল পৌঁছে দেন তারা।

ইউএনও তাসলিমা মোস্তারী জানান, শ্রীপুর পৌর এলাকার খাসপাড়ার ২০০ ও তেলিহাটি ইউনিয়নের ওয়াদ্দারদিঘী এলাকায় ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। যা পর্যায়ক্রমে উপজলোর ছয় হাজার একশ শীতার্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম, উপজেলার আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. হুমায়ুন কবির হিমু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরে আলম মোল্লা প্রমুখ।

শিহাব খান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।