ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করুন : মাহবুব উদ্দিন খোকন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০৮ জানুয়ারি ২০২১

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শুক্রবার বিকেলে পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামে শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কাজী খানের পক্ষে প্রচারণাকালে এক পথসভায় বক্তব্যকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, শুনেছি ইভিএম মেশিনে নাকি শয়তান ঢুকে। সিসি ক্যামেরা স্থাপন করলে শয়তানের শয়তানি জনসম্মুখে প্রকাশ পাবে। আওয়ামী লীগের জনসমর্থন শূন্যের কোঠায় রয়েছে। আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভের জন্ম হয়েছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ সেই ক্ষোভের জবাব দেবে। তাই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে দাবি জানান তিনি।

পথসভায় তুহিন আহমেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিন আহমেদ মোমতাজীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কাজী খান, উপজেলা বিএনপির সভাপতি শাহ্জাহান ফকির, সাবেক সভাপতি আব্দুল মোতালেব ও সিরাজ উদ্দিন কাইয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ, হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ডা. সফিকুল ইসলাম আকন্দ, আবুল মুনসুর মণ্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা, বিএনপি নেতা মশিউর রহমান খান টিটু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, সহ সভাপতি বিল্লাল হোসেন ও মুনসুর আহমেদ, যুবদল নেতা শাহজাহান সজল ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন সম্পাদক কায়সার মৃধা খোকন কায়সার মৃধা খোকন প্রমুখ।

শিহাব খান/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।