মদপানে ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০৯ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মদপানে ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও ছয়জন হাসপাতালে ভর্তি।

মৃতরা হলেন- উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু (৩২), মেঘনা কাদিরগঞ্জ এলাকার মো. মোক্তার মিয়ার ছেলে মোহসিন (২৩), জৈনপুর এলাকার সিদ্দিকের ছেলে তোফাজ্জল হোসেন (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে নিজ অফিসে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাবুসহ ১০-১৫ জন মদ পান করেন। এ সময় ৯-১০ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে শনিবার দুপুরে বাবুসহ তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে মৃত বাবুর ভাই ইউপি চেয়ারম্যান মাসুম অভিযোগ করে বলেন, কারও ইন্ধনে আমার ভাইকে হত্যার উদ্দেশে শুক্রবার রাতে খাদ্যের সঙ্গে বিষক্রিয়া মেশানো হয়েছে। এতে বাবুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আরও পাঁচ-ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসনের কাছে ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে ঢামেক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুমের ভাই বাবু রয়েছে। তারা কীভাবে মারা গেছে তা ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা যাবে।

ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মো. শাহাদাত হোসেন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।