অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:০০ এএম, ১০ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

চাঁদপুরের পুরানবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে রাজু (১৫) নামে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা তার দুই বন্ধুও গুরুতর আহত হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব জাফরাবাদ আমজাদ আলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু পুরানবাজার পূর্ব জাফরাবাদ পাটোয়ারী পুল এলাকার ফারুক শেখের ছেলে। আহতরা হলো- সাইফুল (১৩) ও বাঁধন (১২)।

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন চন্দ্র নাথ জানান, রাজু তার অটোরিকশায় দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়। বাড়ি ফেরার সময় পুরানবাজার পূর্ব জাফরাবাদের আমজাদ আলী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে যায়। এসময় চালক রাজু অটোরিকশার নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসআই সাধন চন্দ্র বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নজরুল ইসলাম আতিক/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।