পুতুলের ভেতর ১৮ হাজার ইয়াবা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ১৮ হাজার পিস ইয়াবাসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর ৪টায় সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-জানু মাল (৩৯), মো. আশরাফুল (৫০), রাজু সরদার (২২), ইসলাম মাল (৩২), তাহিদ হোসেন (২৬), শহিদুল ইসলাম (২৬) ও শরৎ আলী (৪০)।

এসময় তাদের কাছ থেকে ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৯ হাজার টাকা ও বিপুল পরিমাণ বাচ্চাদের খেলনাসামগ্রী উদ্ধার করে র‍্যাব।

jagonews24

বিকেল সাড়ে ৪টায় র‍্যাব-১১-এর সিনিয়র এএসপি সুমিনুর রহমান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, আসামিরা সবাই মুন্সিগঞ্জের লৌহজং থানার বাসিন্দা। তারা নারায়ণগঞ্জ ও এর আশপাশে বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে বাসা ভাড়া নেন। ইয়াবা বিক্রির সুবিধার্থে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করতেন। খেলনা পুতুল ফেরি করে বিক্রির ছলে তারা পুতুলের ভেতর ইয়াবা ভর্তি করে পরিবহন করতেন।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সুমিনুর রহমান।

এস কে শাওন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।