বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র, আগ্রহ নেই ভোটারদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। ৪৩টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্বাচনে মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে না।

তবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকলও ৬টি সাধারণ কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১০ জন।

৪৩টি ভোট কেন্দ্রের অধীনে ভোট কক্ষ ২৮২টি। ৮৫ হাজার ২৬৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ১৫১ জন এবং নারী ভোটার রয়েছেন ৪১ হাজার ১১৮ জন।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি ম্যাজিষ্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স র্যাব মোতায়েন করা হয়েছে। ১২ জানুয়ারি ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার সময় দুই কাউন্সলির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর থেকে প্রতিটি ওয়ার্ডকেই অধিক গুরুত্ব দিয়ে দেখছে উপজেলা নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন।

এদিকে তারাবো পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র হাছিনা গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এছাড়া তিনজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন- ১ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম মনির, ৪ নম্বর ওয়ার্ডের আক্তার হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ডের মাহাবুবুর রহমান জাকারিয়া।

জেলা নির্বাচন কর্মকর্তা ও তারাবো পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মতিউর রহমান বলেন, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও ম্যাজিষ্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স, র্যাব, বিজিবি ও সাদা পোষাকে পুলিশ সদস্যরা প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

মো: শাহাদাত হোসেন/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।