বিনামূল্যে করোনার টিকা দিতে চাচ্ছে সরকার : স্বাস্থ্য সচিব
অডিও শুনুন
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে করোনার টিকা সরকার বিনামূল্যে দিতে চাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, দেশে করোনা টিকা উৎপাদনের বিষয়ে যাচাই–বাছাই চলছে। বিশ্ব স্বাস্থ্য নিয়ম মতো হলে তবেই এ বিষয়ে অনুমোদন দেয়া হবে।
এর আগে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন সচিব। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের নামে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় অসন্তোষ প্রকাশ করেন।
মো. আমিনুল ইসলাম/এএইচ/জিকেএস