শ্রীপুরে চতুর্থবারেও মেয়র আনিছুর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিছুর রহমান নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন।

বেসরকারি ফলাফলে আনিছুর রহমান পেয়েছেন ২৩ হাজার ৪৮৬ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট কাজী খান পেয়েছেন ১০ হাজার ৯৬টি ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ এ ফলাফল ঘোষণা করেন।

৯টি সাধারণ ওয়ার্ডে বেসরকারিভাবে বিজয়ী কাউন্সিলরা হলেন-১ নম্বর ওয়ার্ডে দারা মন্ডল, ২ নম্বর ওয়ার্ডে মাসুদ প্রধান, ৩ নম্বর ওয়ার্ডে আ. সাহিদ সরকার, ৪ নম্বর ওয়ার্ডে কামরুল মন্ডল, ৫ নম্বর ওয়ার্ডে রমিজ উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে হাজী কামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে মো. হাবিবুল্লাহ, ৮ নম্বর ওয়ার্ডে আলী আসগর ও ৯ নম্বর ওয়ার্ডে আমজাদ হোসেন।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিল হিসেবে বিজয়ী হয়েছেন ১, ২ ও ৩ ওয়ার্ডে নাজমা বেগ; ৪, ৫ ও ৬ ওয়ার্ডে বুলবুলি এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আফরোজা বেগম।

শিহাব খান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।