প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নারীকে ধর্ষণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৭ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় ইমরান হোসেন রনি (২১) নামের এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী নারী মামলা করেন। মামলার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত রনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাঢ়ীখাল এলাকার মো. মজিবুর রহমানের ছেলে। রনি পেশায় অটোচালক। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় বসবাস করেন।

এর আগে শনিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকায় ধর্ষণের শিকার হন ওই নারী।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রনির অটোতে বিভিন্ন সময় যাতায়াত করতেন ভুক্তভোগী নারী। দুই মাস ধরে রনি ওই নারীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি ভাড়া বাসায় তিনি ওই নারীকে ধর্ষণ করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (ওসি-তদন্ত) শরীফ আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

এস কে শাওন/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।