মসজিদে বিস্ফোরণ : আত্মসমর্পণ করেই ২২ আসামির জামিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চার্জশিটভুক্ত ২২ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্টনের আদালতে তারা আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিআইডির চার্জশিটভুক্ত ২২ জন আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালতে তারা জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে ২২ জনকেই এক মাসের জামিন দেন বিচারক।

প্রসঙ্গত, গত বছরের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এশার নামাজ পড়তে যাওয়া ৩৭ জন মুসল্লি ও এক পথচারী দগ্ধ হন। তাদের মধ্যে ৩৪ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে মারা যান।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার পুলিশেরর উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

সিআইডি তদন্তে নেমে তিতাস অফিসের কর্মকর্তা কমিটির সভাপতিসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। পরে অবশ্য এ মামলায় তিতাস অফিসের কর্মকর্তাদের বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করে সিআইডি।

মো. শাহাদাত হোসেন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।