প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ছাত্রদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:০১ এএম, ২০ জানুয়ারি ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় চাঁদপুরের হাইমচর উপজেলায় জহিরুল ইসলাম (২৬) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার উত্তর আলগী ইউনিয়নের আলগী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত রোববার (১৭ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করেন জহিরুল ইসলাম।

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তিমূলক পোস্ট দেয়ায় স্থানীয় সাধারণ জনগণ তাৎক্ষণিক এর প্রতিবাদ জানায়। পরে পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের ছাত্রলীগ কর্মী সুলতান আহমেদ গাজী বাদী হয়ে থানায় অভিযোগ করলে হাইমচর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন- প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সকালে তাকে কোর্টে পাঠানো করা হবে।

নজরুল ইসলাম আতিক/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।