ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:২০ পিএম, ২০ জানুয়ারি ২০২১

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সেখানে থেমে থেমে চলছে গাড়ি।

বুধবার (২০ জানুয়ারি) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে।

jagonews24

স্থানীয় সূত্রে জানা যায়, সূত্রাপুর থেকে শুরু হয়ে চন্দ্রা মোড় পার হয়ে আরো কয়েক কিলোমিটার জুড়ে আছে দীর্ঘ এ যানজট।

যানজটের ভোগান্তিতে পড়া যাত্রী রুবেল আমিন বলেন, পাবনা যাওয়ার উদ্দেশ্যে সকাল ৮টার দিকে ঢাকা থেকে বাসে উঠেন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের চন্দ্রা এসে পৌঁছান। দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তি শেষে প্রায় আড়াই ঘণ্টায় তিনি গাজীপুরের কালিয়াকৈর পার হয়েছেন।

jagonews24

চন্দ্রা থেকে মির্জাপুর অংশের দায়িত্বে থাকা গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, কালিয়াকৈর খাড়াজোড়া এলাকায় সড়কে নির্মাণকাজ চলমান রয়েছে। এতে করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেনে চলাচলকারী যানবাহনগুলো দুই লেনে চলছে। তাই এ অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে গোড়াই নাসির গ্যাস কারখানার পরেও দীর্ঘ যানজট রয়েছে।

মূলত মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ২টা থেকে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই, কালিয়াকৈর রেল ওভারপাসের পাশের খাড়াজোড়াসহ বেশ কয়েকটি পয়েন্টে ট্রাফিক পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

আমিনুল ইসলাম/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।