সাফারি পার্কে ভাল্লুক পরিবারে নতুন দুই অতিথি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৫:১০ পিএম, ২০ জানুয়ারি ২০২১

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তৃতীয়বারের মতো দুটি ভাল্লুক শাবকের জন্ম হয়েছে।

৫ জানুয়ারি শাবক দুটির জন্ম হলেও পার্ক কর্তৃপক্ষ বুধবার (২০ জানুয়ারি) দুপুরে সংবাদটি গণমাধ্যমে জানান।

সদ্য জন্ম নেয়া দুটি শাবকসহ পার্কে ভাল্লুকের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টিতে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, সাফারির ভাল্লুক বেষ্টনীতে মাদী ভাল্লুক অন্তঃসত্ত্বা হওয়ার পর তাকে বিশেষ বেষ্টনীতে নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সেখানে ৫ জানুয়ারি ওই মাদী ভাল্লুক দুটি শাবকের জন্ম দেয়।

এখনো ওই বেষ্টনীতে রেখে মা ভাল্লুককে পার্কের কর্মকর্তারা খাবার দিচ্ছেন। ভাল্লুকেরা সাধারণত একসাথে এক থেকে তিনটি বাচ্চার জন্ম দেয়।

তিনি আরও জানান, বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই প্রাণী সংরক্ষণে ভূমিকা রাখছে সাফারি পার্ক। আবদ্ধ পরিবেশে ভাল্লুকের পালে তৃতীয়বারের মতো বাচ্চার জন্ম হওয়ায় তিনি নতুন সম্ভাবনা দেখছেন।

সদ্য জন্ম নেওয়া বাচ্চাসহ পার্কে বর্তমানে ভাল্লুকের সংখ্যা ১৫টি। গর্ভধারণের আট মাস পর ভাল্লুক বাচ্চা প্রসব করে। ভাল্লুক বাঁচে ২০-২৫ বছর পর্যন্ত। তবে আবদ্ধ পরিবেশে ৩০-৩৫ বছর পর্যন্তও বেঁচে থাকে বলেও জানান তিনি।

শিহাব খান/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।