ক্যাসিনোর আদলে ‘অ্যাপ’ ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন তিনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২১ জানুয়ারি ২০২১

ক্যাসিনোর আদলে অ্যাপের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আলমাস প্রধান (৪০) নামের এক জুয়াড়িকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার হাজি মো. বাদশা প্রধানের ছেলে।

jagonews24

র‌্যাব জানায়, একাধিক মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়ার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় নগদ দুই লাখ ৬৫ হাজার টাকা, পাঁচটি মোবাইল, পাঁচ লাখ টাকার একটি চেক ও দুটি এটিএম কার্ডসহ আলমাস প্রধানকে আটক করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জব্দ মালামাল মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হবে।

মো. কামাল উদ্দিন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।