টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় কিশোরের রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:২৯ এএম, ২২ জানুয়ারি ২০২১

গাজীপুর মহানগরীর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় নাগরিক এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম রিজ উদ্দিন (১৭)। সে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার আব্দুর গফুর মোল্লার ছেলে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল উদ্দিন বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে আটটায় রিজ উদ্দিনকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিজ উদ্দিনকে কিশোরগঞ্জ জেলা থেকে মাদকের একটি মামলায় আটক করে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) রাখা হয়েছিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার লাশ হাসপাতালেই ছিল।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) আমিনুল ইসলাম ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

এদিকে ঘটনার পর শিশু উন্নয়ন কেন্দ্রের ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বাইর দিক থেকে সাংবাদিকসহ কাউকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি। এমনকি কর্তৃপক্ষের কেউ সাংবাদিকদের ফোন রিসিভ না করায় তাদের বক্তব্যও জানা যায়নি।

ওসি আমিনুল ইসলাম শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাদের বরাত দিয়ে আরও বলেন, ‘শিশুনিবাসের একটি টয়লেটে লুঙ্গি ও গামছা দিয়ে ফাঁসিতে ঝুলে রিজ উদ্দিন আত্মহত্যা করে।’

তবে প্রকৃত ঘটনা ময়নাতদন্তের পর জানা যাবে বলেও তিনি মন্তব্য করেন।

মো. আমিনুল ইসলাম/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।