ডাকাতের হামলায় ট্রাক হেলপার নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৪ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের হামলায় বিল্লাল হোসেন (২২) নামের ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। রোববার (২৪ জানুয়ারি) ঢাকা-সিলেট মহাসড়কের দৈবই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ গ্রামের আবুল কালামের ছেলে।

নিহতের বাবা আবুল কালাম জানান, ঢাকা থেকে সবজি নিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো ড-১৪-৮৭৭৫) সিলেট যাওয়ার সময় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দৈবই নামক স্থানে পৌঁছলে কয়েকজন ডাকাত আক্রমণ করে। তাদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে চালক ও হেলপারের সাথে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতদল বিল্লালকে ছুরিকাঘাত করে। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

মো. শাহাদাত হোসেন/ আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।