গাজীপুরে ৪৬৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকা থেকে চার হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১ এর সদস্যরা।

সোমবার (১ ফেব্রুয়ারি) ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর মেট্রোপলিটন সদর থানার দক্ষিণ সালনা এলাকার মৃত সাদেক হোসেনের ছেলে মো. কায়েস (৪৫), একই থানার পশ্চিম বিলাসপুর এলাকার মো. বাবুল চৌধুরীর ছেলে মো. জহির উদ্দিন ওরফে জনি (৩৫), আব্দুল বারেকের ছেলে মো. আমির হোসেন (৩৩), নাগা পূর্বপাড়া এটিআই গেইট মোজাম্মেলের বাড়ির ভাড়াটিয়া নিলেরপাড়া এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে পারভেজ আহম্মেদ ওরফে পনির (৩৮), মুন্সিপাড়া এলাকার মো. মাসুদ রানার ছেলে মো. হৃদয় (২৪), ভোরা এলাকার মৃত হাসানের ছেলে মো. রিপন (৩৮)।

Gazipur-(2).jpg

র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানার দক্ষিণ সালনা এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় চলছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের একটি অভিযানিক দল দক্ষিণ সালনা পূর্বপাড়ার গ্রেফতারকৃত কায়েসের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় চার হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ হাজার ৮৩০ টাকা এবং ছয়টি মোবাইল ফোনসহ উল্লেখিত ছয়জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতরকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা পরস্পর যোগসাজশে চোরাইপথে ইয়াবা ট্যাবেলেট আমদানি করে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আমিনুল ইসলাম/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।