শম্ভুগঞ্জে ১৫ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২১

ময়মনসিংহের শম্ভুগঞ্জে অন্তত ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধা ৭টার দিকে শম্ভুগঞ্জ মোড়ের নলুয়াপাড়া স্টেশন রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জমিয়ত হোসেন।

তিনি বলেন, শম্ভুগঞ্জ মোড়ে আগুন লাগার খবর পেয়ে ময়মনসিংহের দুটি ইউনিট ও ঈশ্বরগঞ্জের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণও জানা যায়নি।

মঞ্জুরুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।