গানে গানে করোনার ভ্যাকসিন নিতে বললেন স্বাস্থ্যকর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২১

‘শোনেন শোনেন ভাই, সুরক্ষা যদি চাই, কোভিড ভ্যাকসিন নিতে হাসপাতালে যাই।’ গানে গানে ভ্যাকসিন নিতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে স্বাস্থ্যকর্মীদের গাওয়া একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ঘুরছে। শুধু ঘুরছেই না গানটি ইতিমধ্যে বেশ আলোচনারও সৃষ্ট করেছে।

করোনার ভ্যাকসিন নিতে সাধারণ মানুষকে আগ্রহী করে তুলতে এমন ভিন্ন কাজটি করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুর রশিদ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই গানের অনুষ্ঠানের আয়োজন করেন ডা. মো. মাহমুদুর রশিদ। নিজে গাওয়া গানটি ভিডিও করে নিজের ও হাসপাতালের ফেসবুক ওয়ালে আপলোড করেছেন তিনি। যা ইতোমধ্যে ব্যাপক আলোচিত হয়েছে।

jagonews24

সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই বলছেন, উদ্যোগটি প্রশংসনীয়। এভাবে ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করতে পারলে সাধারণ মানুষের মনে ভ্যাকসিন নিয়ে যে একটা ভ্রান্ত ধারণা আছে, তা থাকবে না এবং সবাই করোনার ভ্যাকসিন নেবে।

এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুর রশিদ বলেন, গানের কথাগুলো নিজেই লিখেছি, নিজেই সুর করে হারমোনিয়াম ও তবলার তালে গেয়ে করোনার ভ্যাকসিন নিতে জনসাধারণকে উৎসাহিত ও উদ্ধুদ্ধ করেছি। এমন কাজটি করার উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে ভ্যাকসিন নিতে আগ্রহী করে তোলা।

মঞ্জুরুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।