লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ১ লাখ ২ হাজার টাকার জাল নোটসহ সোহেল হোসেন রুবেল (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ২নং ঢাকেশ্বরী এলাকা থেকে জাল নোটসহ তাকে গ্রেফতার করা হয়।

jagonews24

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, আসামি মো. সোহেল হোসেন রুবেল ভোলার দৌলতখাঁ থানাধীন চরপাতা এলাকার বেলায়েত হোসেনের ছেলে। দীর্ঘদিন যাবত তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জাল টাকা বিতরণ করে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এস কে শাওন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।