রাজবাড়ী সদরে বিদ্রোহী, গোয়ালন্দে আ.লীগ বিজয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

রাজবাড়ী সদর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আলমগীর শেখ তিতু (নারিকেল গাছ প্রতীক) ও গোয়ালন্দে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মন্ডল (নৌকা প্রতীক) বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রাজবাড়ী সদরে রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আহমেদ সালেহীন ও গোয়ালন্দের রিটানিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।

রাজবাড়ী সদরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আলমগীর পেয়েছেন ১৫ হাজার ৯০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহম্মদ আলী চৌধুরী পেয়েছেন ৭ হাজার ৩৪৮ ভোট।

অন্যদিকে গোয়ালন্দে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ৬ হাজার ৯০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ মো. নজরুল ইসলাম (জগ প্রতীক) পেয়েছেন ৬ হাজার ২৮৭ ভোট।

উল্লেখ্য, প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় রাজবাড়ী সদর পৌরসভা নির্বাচন।

রুবেলুর রহমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।