বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে ছাই ১৫ দোকান
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসূলবাগ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫টি দোকান পুড়ে গেছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এমআরআর