আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি হামলা, আহত ১০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার ও একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে নারী ও শিশুসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনার সময় বাড়িঘরে হামলা ও লুটপাটও চলেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলায় পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের হাজী আলাউদ্দিনের সঙ্গে একই এলাকার ব্যবসায়ী সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লার আধিপত্য বিস্তার ও একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছে। এ ঘটনায় শুক্রবার রাত ৮টার দিকে আলাউদ্দিনের নেতৃত্বে কামাল, গোলজার, বাদল, আরিফসহ ২০-২৫ জনের একটি দল দেশিয় অস্ত্র, রামদা, বল্লম, ছেনা, চাপাতি, লোহার রডে সজ্জিত হয়ে ব্যবসায়ী সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লার দোকানে হামলা চালায়। এসময় সাদেকুর রহমানকে ছুরিকাঘাত করে হামলাকারীরা।

এছাড়াও মুক্তিযোদ্ধা বরজাহান, রেখা, তাসলিমা, সায়বা, জাবেদ, জিসানসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। কয়েকদিন পর পর এ এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। গত কোরবানী ঈদের আগের দিনও তাদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। ওই সময় প্রায় ২৫ জন আহত হয়েছিল। এ দুপক্ষের জন্য সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে।
আহত সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লার ভাতিজা পাপ্পু জানান, তার চাচা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আছেন। তিনটি হাসপাতাল ঘুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।
অভিযুক্ত আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা উশৃঙ্খল লোক। এর আগে আমার এক ভাতিজাকে হত্যা করেছে। শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় আমার ওপর হামলা করে। খবর পেয়ে আমার লোকজন উদ্ধার করতে এলে তাদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণ করা হবে।
শাহাদাত হোসেন/এসএমএম/এমএস