নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা
ফাইল ছবি
নাটোরের গুরুদাসপুরে নিজ বাড়িতে সেলিনা বেগম (৪৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। সেলিনা বেগম উত্তর নাড়িবাড়ি এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
নিহতের মেয়ে ববি আক্তার জানান, তার মাকে বিকেল সাড়ে ৩টার দিকে বাসায় রেখে দর্জি বাড়িতে যান কাপড় তৈরির জন্য। ঘণ্টাখানেক পরে ফিরে এসে দেখেন তার মা ঘরের খাটের ওপর গলা কাটা অবস্থায় পড়ে আছেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। সিআইডির একটি টিমকে বিষয়টি অবহিত করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাইমুর রহমান/এসজে/এমএস