বাবাকে কুপিয়ে হত্যায় ছেলের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:০১ পিএম, ২৪ মার্চ ২০২১

নাটোরের বাগাতিপাড়ায় বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে সেন্টু সরকারকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (২৪ মার্চ) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

নাটোর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মামলার বরাত দিয়ে বলেন, কৃষক গোলজার সরদারের প্রথম স্ত্রীর সন্তান সেন্টু সরকারের পারিবারিক বিষয়ে দ্বন্দ্ব ছিল। ২০১৫ সালের ৯ জানুয়ারি পারিবারিক কলহের একপর্যায়ে সেন্টু বাবাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন গোলজার সরকারের দ্বিতীয় স্ত্রী নূর নাহার বাদী হয়ে ছেলে সেন্টুকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ (বুধবার) মামলার রায়ে সেন্টুকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।