সিংড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে আটক ৫
নাটোরের সিংড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, উপজেলার ইটালি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, ছাত্রদল কর্মী মেহেদী হাসান লেমন, বিপ্লব মাহমুদ ও রেজাউল করিম।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে সিংড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে পাঁচজনকে আটক করে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, ২৬ মার্চকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
জোউল করিমম রেজা/এসজে/এএসএম