করোনা প্রতিরোধে বাস, সড়ক, মার্কেটে ইউএনও’র প্রচারণা
করোনার সংক্রমণ প্রতিরোধে নারায়ণগঞ্জে শিল্পকারখানা, গার্মেন্টস ও গণপরিবহনে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে উপজেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে চলতে মাস্ক বিতরণসহ নানা পরামর্শ দেয়া হয়। আর গণপরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেয়া হয়।
বুধবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের নেতৃত্বে বিভিন্ন এলাকার শিল্পকারখানাসহ, গণপরিবহনে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এদিকে নাহিদা বারিক ফতুল্লার কুতুবআইল এলাকার কয়েকটি গার্মেন্টস পরিদর্শন করেন। সেখানে গিয়ে কারখানার শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরিধান করে কাজ করাসহ রাস্তায় চলাফেরা করার জন্য আহ্বান জানান।
পরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের শিবু মার্কেট এলাকায় সচেতনতামূলক প্রচারণাসহ মাইকিং করা হয়। এসময় সাধারণ জনগণকে মাস্ক পরিধানে উৎসাহিত করতে ‘মাস্ক পরুন সেবা নিন, নিজে বাঁচুন অন্যকে বাঁচান’ এবং ‘নিয়ম মেনে মাস্ক পরিধান, করোনাভাইরাস থেকে নিজেকে নিরাপদ রাখি’ লিখা সম্বলিত স্টিকার বিতরণ করা হয়। এছাড়া দোকানপাট এবং বিভিন্ন যানবাহনে এসব স্টিকার লাগিয়ে দেয়া হয়।
ইউএনও নাহিদা বারিক বলেন, করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি সাধারণ জনগণ যারা মাস্ক পরিধান করেননি তাদেরকে মাস্ক পরিয়ে দেয়া হয়। বিভিন্ন গণপরিবহন থামিয়ে যাত্রীদের সর্বদা মাস্ক পরিধানের ব্যাপারে নির্দেশনা দেয়া হয়।
ইউএনও জানান, নারায়ণগঞ্জ জেলা শিল্পনগরী হওয়ায় এখানে অসংখ্য শিল্পকারখানা ও গার্মেন্টস রয়েছে। এসব কারখানায় হাজার হাজার শ্রমিক দিনরাত কাজ করে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই শ্রমিকরা তাদের কর্মস্থলে মাস্ক পরিধান করছেন, কিন্তু বাইরে মাস্ক পরছেন না। পকেটে নিয়ে ঘোরাফেরা করছেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিল্পকারখানা শ্রমিকদের ঘরে-বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধানের পরামর্শ দেয়া হয়।
শাহাদাত হোসেন/জেডএইচ