প্যানেল চেয়ারম্যানকে গুলি করে হত্যা: প্রতিবাদে মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০১ এপ্রিল ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মণ্ডলকে গুলি করে হত্যার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে চলে এ অবরোধ। ফলে মহাসড়কে সৃষ্টি হয় যানজট। পড়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীরের আশ্বাসে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করার প্রতিশ্রুতিতে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষুব্ধরা।

jagonews24

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২২ মার্চ রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য (মেম্বার) ও প্যানেল চেয়ারম্যান গনি মণ্ডল। সেসময় একদল দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে রাত তিনটার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি মারা যান-

তার পেটের বাম পাশে গুলি লাগে বলে জানা গেছে।

jagonews24

উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা অাসাদুজ্জামান চৌধুরী জানান, দৌলতদিয়া প্যানেল চেয়ারম্যান গনি মণ্ডলকে হত্যার প্রতিবাদ ও দায়ী ব্যাক্তিদের গ্রেফতারের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেন। পড়ে ওসির প্রতিশ্রুতিতে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। তবে প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন না কর‌া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

গত ১৯ মার্চ রাতে উপজেলার পদ্মার মোড় এলাকায় বাড়ি ফেরার পথে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারমান আব্দুর রহমান মণ্ডলকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বতর্মানে তিনি ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম সহ মোট ১৬ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত ওই মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ মার্চ ইউপি চেয়ারম্যান অাব্দুর রহমান মণ্ডলের ওপর হামলার ঘটনা ঘটে।

রুবেলুর রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।