১৫ দিনেও সংস্কার হয়নি ব্রিজ, সাঁকো করে দিলেন যুবলীগ নেতা
ধসে পড়ার ১৫ দিনেও সংস্কার হয়নি ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের সঙ্গে চলাচলের একমাত্র বেইলি ব্রিজটি। জনগণের ভোগান্তি লাঘবে ওই ব্রিজের পাশে নিজের অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছেন পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মিঠু।
স্থানীয়রা জানান, ধসে যাওয়ার পনের দিনেও বেইলি ব্রিজটি সংস্কার না হওয়ায় জনগণ দুর্ভোগে পড়েন। পরে জনগণের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন নগরকান্দা পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মিঠু। তিনি তার নিজস্ব অর্থায়নে দুইটি বাঁশের সাকোঁ তৈরি করে দিয়েছেন। এতে দুই পাড়ের মানুষের দুর্ভোগ কমেছে।
জানতে চাইলে পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মিঠু বলেন, কুমার নদীর বেইলি ব্রিজ ভেঙে পড়ায় দুই পাড়ের মানুষ কুমার নদ পারাপারে দুর্ভোগে পড়েন। তাদের দুর্ভোগের কথা চিন্তা করে দুটি বাঁশের সাকোঁ তৈরি করে দিয়েছি। বিপদাপদে মানুষের পাশে থাকাই মানুষের কাজ।’
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রু বলেন, ব্রিজের সংস্কার কাজ চলমান আছে। কয়েক দিনের মধ্যে কাজ শেষ হয়ে যান চলাচল স্বাভাবিক হবে।
নগরকান্দা পৌরসভার সীমানাকে দু’ভাগে বিভক্ত করে বয়ে গেছে কুমার নদ। প্রায় আড়াই যুগ আগে কুমার নদের ওপর নির্মিত হয় বেইলি ব্রিজটি। গত ২০ মার্চ বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়ে এটি।
এসআর/জেআইএম