সংযোগ সড়কের এ কী হাল!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১১:২৯ এএম, ০৩ এপ্রিল ২০২১

ফরিদপুরের সালথা উপজেলার বুড়িদিয়া-খোয়াড় সড়কের মালঞ্চ বিলের ওপর নির্মিত সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে বেহাল দশায় পরিণত হয়েছে। সংযোগ সড়কের এমন বেহাল অবস্থার কারণে কয়েক বছর ধরে সেতুটির ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে কয়েক গ্রামের হাজারো মানুষ।

শুক্রবার(২ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গট্টি ও আটঘর ইউনিয়নের সীমান্ত দিয়ে বয়ে গেছে মালঞ্চ বিল। বছর দশেক আগে এই দুই ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য বিলের ওপর নির্মাণ করা হয় একটি সেতু। কিন্তু সংযোগ সড়কের বেহাল দশার কারণে সেতুটি এলাকাবাসীর কোনো কাজেই আসছে না। সংযোগ সড়কের এমন নাজুক অবস্থায় কোনো প্রকার যানবাহন চলাতো দূরের কথা হেঁটে চলাও দায়।

সেতুর দুই পাশে ইটের সংযোগ সড়কের ইটগুলো উঠে গিয়ে উধাও হয়ে গেছে। সড়কের মাটিও ভেঙে বিলের মধ্যে পড়ে গেছে। ফলে বিলের ওপর সেতুটি ঠাঁই দাঁড়িয়ে থাকলেও ব্যবহার করতে পারছে না জনসাধারণ।

বুড়িদিয়া বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সংযোগ সড়ক বেহাল হওয়ায় কয়েক বছর ধরে সেতুর ওপর দিয়ে মানুষ কোনোমতে হেঁটে চলাচল করলেও যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় দুই ইউনিয়নের কয়েক গ্রামের হাজারো কৃষক তাদের কৃষিপণ্য মাথায় করে নিয়ে বাজারজাত করছেন। 

faridpur2

এলাকার কৃষক সাদেক সেখ জানান, ব্রিজের দুই পাশের রাস্তার যে অবস্থা তাতে কোনো গাড়ি চলে না, পায়ে হেঁটে চলাও কষ্টকর। শুধুমাত্র রাস্তার কারণে কোটি কোটি টাকার ব্রিজ কোনো কাজেই আসে না। এর কারণে এলাকার মানুষের অনেক সমস্যা হয় বলেও তিনি জানান।

এলাকার স্থানীয় সাংবাদিক বিধান মন্ডল জানান, ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের অবস্থা খুবই খারাপ। এতে এলাকার মানুষদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ প্রসঙ্গে সালথা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, উপজেলা প্রকৌশলী ট্রেনিংয়ে রয়েছেন। তিনি আসার পর তার সাথে আলাপ করে ওই সেতুর সংযোগ সড়ক দ্রুত মেরামত করার ব্যবস্থা করা হবে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।