ফরিদপুরে বিএনপি নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০৩ এপ্রিল ২০২১

ফরিদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিনানকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার রাতে পশ্চিম খাবাসপুরে মিনহাজ মুনকে (২৭) গ্রেফতার করতে তার বাড়িতে যায় পুলিশ। খবর পেয়ে সেখানে উপস্থিত হন পৌর কাউন্সিলর মিনান। সম্পর্কে মুনের মামা হন তিনি। মুনকে গ্রেফতারের বিষয়টি নিয়ে মিনানের সঙ্গে বাদানুবাদ হয় পুলিশের। এসময় তাকেও গ্রেফতার করা হয়।

তবে কতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জলিল জানান, ২০২০ সালের ডিসেম্বর মাসে দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে মিনানকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া অপর আরেকটি মামলায় তার ভাগ্নে মিনহাজ মুনকেও (২৯) গ্রেফতার করা হয়।

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।