মাস্ক না পরায় ২৬৩ মামলা, জরিমানা ২ লাখ ১৪ হাজার টাকা
লকডাউনের প্রথম দিনে ময়মনসিংহে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ২৬৩ মামলায় ২ লাখ ১৪ হাজার ৭১৫ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ এপ্রিল) ময়মনসিংহ মহানগরী ও বিভিন্ন উপজেলায় এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ২৬৩ মামলায় ২ লাখ ১৪ হাজার ৭১৫ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
তিনি বলেন, জেলার নগরীতে প্রতিদিন চারটিসহ প্রতি উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক বিতরণ চলছে। করোনা মোকাবিলায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
মঞ্জুরুল ইসলাম/এমআরএম