ফরিদপুরে করোনায় প্রাণ গেল ৩ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১১ এপ্রিল ২০২১

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ এপ্রিল) জেলা সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তারা হলেন, ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের মো. ফিরোজ (৫৯), আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদি গ্রামের আনোয়ারা বেগম (৫২) ও সদর উপজেলার চরমাধবদিয়া গ্রামের হাসনাহেনা (৫০)। তারা সবাই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৯ হাজার ২৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন আট হাজার ৫৬৭ জন। মারা গেছেন ১৩৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসা-বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫৪৭ জন।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থাকুন। বাইরে সবসময় মাস্ক ব্যবহার করুন। করোনার উপসর্গ দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নিন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।