খুমেকে ১৪০ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু
খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার প্রাপ্ত তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ৫৬৩ জনের করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৪০ জনের করোনা পজিটিভ এসেছে।
শনাক্তদের মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৭৯ জন, বাগেরহাটের ৫১ জন, যশোরের ৩ জন, সাতক্ষীরার ২ জন, নড়াইলের ১ জন ও ঢাকা জেলার ১ জন রয়েছেন।
এদিকে বুধবার (১৪ এপ্রিল) খুমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গোলাম সরোয়ার মোল্লা (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি যশোর সদরের ঘোপ রহিমপুর এলাকার মো. আজগর আলী মোল্লার ছেলে।
তিনি ৯ এপ্রিল খুলনা মেডিকেলে করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।
আলমগীর হান্নান/এফএ/জেআইএম