করোনায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৬ এপ্রিল ২০২১

ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ রাজিব হোসেন (৪০) নামে পুলিশের এক কর্মকর্তা মারা গেছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) ভোরে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ফরিদপুর জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম জানান, গত ১৭ মার্চ করোনা পজিটিভ হন জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক মোহাম্মদ রাজিব হোসেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান। তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ভেদামারী গ্রামে।

জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, মহামারী করোনাভাইরাসের এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৬০ জন, মারা গেছেন ২১জন। মারা গেছেন ১৪১ জন।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনা নিয়ন্ত্রণ এবং লকডাউন বাস্তবায়নে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নের জন্য প্রশাসন তৎপর রয়েছে। জেলার নয় উপজেলাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে ১৫ টিম করা হয়েছে। তারা প্রতিদিনই মানুষকে ঘরে রাখতে এবং সচেতন করতে কাজ করে যাচ্ছেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।