বেশি দামে সবজি বিক্রি করায় শায়েস্তাগঞ্জে ৭ বিক্রেতাকে জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১৬ এপ্রিল ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সবজি বিক্রি করার অপরাধে সাত ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর কাঁচাবাজার ও আলীগঞ্জ কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম।

বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর ৩৮ ও ৪০ ধারা অনুযায়ী তাদের মোট ৬ হাজার ২০০ টাকা জরিমান করা হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিনহাজুল ইসলাম রাত ৮টায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লকডাউনের অজুহাতে সবজি বিক্রেতা ক্রেতাদের কাছ থেকে অধিকমূল্যে সবজি বিক্রি করছিলেন। তাই তাদেরকে ভোক্তাধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।