পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৪ এপ্রিল ২০২১
ছুরিকাঘাতে নিহত আলী স্বপন

হবিগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আহাম্মদ আলী স্বপন (২০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাইনুল হাসান (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। নিহত স্বপন অপরাধ বিচিত্রার হবিগঞ্জ প্রতিনিধি জমির আলীর ছেলে। গ্রেফতার মাইনুল একই গ্রামের আব্দুল আলীমের ছেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, গ্রেফতার মাইনুল হাসানের কাছ থেকে নিহত যুবক ১ হাজার টাকা পাওনা ছিল। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পশ্চিম ভাদৈ গ্রামের সড়কে পাওনা টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মাইনুল উত্তেজিত হয়ে তার সহযোগীদের নিয়ে স্বপনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

ওসি আরও জানান, স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার সদর আধুনিক হাসপাতালে নেয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্বপন মারা যান। গ্রেফতার মাইনুলকে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।