শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ যুবক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২৪ এপ্রিল ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে শায়েস্তাগঞ্জ-মড়রা রাস্তার কালভার্ট সংলগ্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জের সদর উপজেলার ভাটি শৈলজুড়া গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে মো. রনি মিয়া (২৭), শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মো. নাছিম মিয়া (৩৫) ও একই উপজেলার পুরাসুন্দা গ্রামের মো. আলমগীর মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৮)।

jagonews24

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি অস্ত্র, একটি স্টিলের টিপ ছুরি, তিনটি রামদা, একটি ছোরা, একটি চিমটি ও তিনটি রডসহ তাদের গ্রেফতার করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ও মড়রা গ্রামের কালভার্টের নিচে তারা অবস্থান করে। পুলিশ সেখান থেকে তাদের গ্রেফতার করে অস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।