সন্ধ্যায় বাসায় হামলা, রাতে পুকুরে বিষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৫ এপ্রিল ২০২১

ফরিদপুরের সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (২৫ এপ্রিল) দেলোয়ার হোসেনের ভাই সরোয়ার হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, জমিজমা-সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে ডিক্রির চর ইউনিয়নের আইজদ্দিন মাতুব্বর ডাঙ্গী গ্রামে আনোয়ার হোসেন ও খোকন শেখ গং লাঠি ও লোহার রড নিয়ে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দেলোয়ারের বাড়িতে গিয়ে হামলা চালান। এতে নিপা বেগম (৩৮), কামরুন্নাহার (৩৬), কাউছার (১৪), মিতু বেগম (২৩) মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগ বিষয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, ‘হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

রাতে হাসপাতালে আহতদের দেখতে যান জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাছ হোসেন, সাধারণ সম্পাদক শহীদ হোসেন মোল্যা, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনসহ নেতৃবৃন্দ। তারা ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে মামলার বাদী সরোয়ার হোসেন অভিযোগ করেন, হামলার জের ধরে প্রতিপক্ষরা তার পুকুরে বিষ দিয়ে প্রায় তিন লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছেন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।