ইয়াবাসহ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৬ এপ্রিল ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩৩ পিস ইয়াবাসহ লাকসু মিয়া (২৯) নামের মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার সদর ইউনিয়নের কাজীরগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনি মাদক মামলায় দেড় বছরের সশ্রম কারাদণ্ড আসামি। লাকসু মিয়া কাজীরগাঁও গ্রামের গাজী মিয়া তালুকদারের ছেলে।

atok2

এদিকে সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার সুতাং বাজারে অভিযান চালিয়ে এসল্ট মামলার আসামি ও নারীদের উত্যক্তকারী মো. সুজন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। তিনি উপজেলার চানপুর গ্রামের মৃত আ. জব্বারের ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে লাকসু মিয়া সাজাপ্রাপ্ত আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। তাদের দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।’

কামরুজ্জামান আল রিয়াদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।