সড়কে প্রাণ গেল কাপড় ব্যবসায়ীর
ফাইল ছবি
ফরিদপুরের মধুখালীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. রবিন শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌর ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিন বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামের মোক্তার শেখের ছেলে। তিনি কাদিরদী বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
পুলিশ জানায়, সোমবার বিকেলে ফরিদপুর থেকে আসা একটি ট্রাক (চুয়াডাঙ্গার ট-১১-০০৮৮) মধুখালী ঈদগাহ মাঠের পাশ ঘেঁষে সংযোগ সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক মো. রবিন শেখ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন।
আরএইচ/এমকেএইচ