সুনামগঞ্জে ২৫৮৭০ মেট্রিকটন ধান কিনবে সরকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:৩১ পিএম, ২৮ এপ্রিল ২০২১

এ বছর সরকার সুনামগঞ্জ থেকে ২৫ হাজার ৮৭০ মেট্রিকটন ধান ক্রয় করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে ভিডিও কনফারেন্সে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

এসময় খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার। তিনি সব সময় হাওরাঞ্চলের কৃষকদের কথা ভাবেন। তারা যেন ভালো থাকেন সে চিন্তা করেন। কৃষকদের কথা চিন্তা করে বাড়তি দাম দিয়ে এবার ধান কিনছে সরকার যাতে কোনো সিন্ডিকেট দ্বারা কৃষক প্রতারিত বা হয়রানি না হন।

এ সময় সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক নকিব সাদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সুনামগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ টিপু, মল্লিকপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

লিপসন আহমেদ/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।