পাচারের সময় ১০৩ ভরি স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০১ মে ২০২১

ভারত থেকে অবৈধ পথে আনা ১০৩ ভরি স্বর্ণালঙ্কার রাজবাড়ীর গোয়ালন্দে পাচারের সময় দুই চোরাচালানকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ মে) দুপুরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এ তথ্য জানায়।

গ্রেফতাররা হলেন- ঢাকার উত্তরা পশ্চিম থানার ক্ষিতীন্দ্র চন্দ্র দত্তের ছেলে গৌরাঙ্গ দত্ত (৪৫) ও ব্রাক্ষণবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজিপাড়ার (বনিকপাড়া) মৃত দীনেশ চন্দ্র বনিক ওরফে রমেশ বনিকের ছেলে তাপস বনিক (৫৫)।

jagonews24

পুলিশ জানায়, চোরাচালানের মাধ্যমে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩০ এপ্রিল দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দৌলতদিয়ার মৃত আব্দুল গনি মন্ডলের বাড়ি সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে আসা রিকশা থেকে নেমে এক যাত্রী দৌড়ে পালানের চেষ্টা করে। পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এ সময় দৌলতদিয়ার আরেক ঘাট থেকে আরও একজনকে আটক করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই স্বর্ণ চোরাচালানকারীকে ১০৩ ভরি স্বর্ণালংকারসহ গ্রেফতার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৭ লাখ টাকা। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

রুবেলুর রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।