এপ্রিলে খুলনা বিভাগে করোনায় ৯৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৩ মে ২০২১
ফাইল ছবি

খুলনায় করোনায় মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। গত এপ্রিলে বিভাগে মারা গেছেন মোট ৯৭ জন। করোনা সংক্রমণ ও মৃত্যু দুই সূচকেই বিভাগে খুলনা জেলা এগিয়ে রয়েছে।

বছরের প্রথম দিকে আক্রান্তের হার কম থাকলেও এপ্রিলে এসে তা বেড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফত অফিস জানায়, গত এপ্রিলে করোনায় সবচেয়ে বেশি মারা গেছেন খুলনায় ২৯ জন। সবচেয়ে কম মাগুরায়। সেখানে মারা গেছেন একজন।

এছাড়া কুষ্টিয়ায় ১৬ জন, যশোরে ১২ জন, ঝিনাইদহে ১০ জন, সাতক্ষীরায় ১০ জন, বাগেরহাটে সাতজন, চুয়াডাঙ্গা পাঁচজন, নড়াইল চারজন, মেহেরপুর তিনজন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্যানুযায়ী, মোট আক্রান্ত হয়েছেন চার হাজার ৩৭২ জন। যার মধ্যে খুলনায় এক হাজার ৩৯৯ জন, যশোরে এক হাজার ১৮২ জন, কুষ্টিয়ায় ৫৩০ জন, ঝিনাইদহে ৩২১ জন, বাগেরহাটে ২৬০ জন, নড়াইল ২১১ জন, চুয়াডাঙ্গা ১৫২ জন, মাগুরা ১২৭ জন, মেহেরপুর ৯৯ জন ও সাতক্ষীরায় ৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, এপ্রিলের শুরু থেকে সংক্রমণের সংখ্যা বাড়ছে। লকডাউন শুরুর আগে মানুষ স্বাস্থ্যবিধি একদমই মানেনি। কঠোর লকডাউন শুরু হওয়ায় কিছুদিন পর সুফল আসতে পারে।

তিনি আরো বলেন, সংক্রমণ কমাতে সচেতনতামূলক প্রচার বাড়ানো হয়েছে। কেউ আক্রান্ত হলে পরিবারকে দেয়া হচ্ছে নির্দেশনা।

আলমগীর হান্নান/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।